বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      
দেশজুড়ে
কুমিল্লায় গরুর হাটকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
শাহ ইমরান, কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৪:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় ঘারমোড়া গরু বাজারের ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি'র দুটি গ্রুপ। এতে করে ওই বাজারে ক্রেতা বিক্রেতারা আতঙ্কের মধ্যে রয়েছে। হোমনা উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মোল্লা এবং ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসার মধ্যে এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

শুক্রবার (৩০ মে) কুমিল্লা জেলার হোমনা উপজেলায় ঘারমোড়া গরু হাটে এ ঘটনা ঘটে।

ভয়েজওভার- ইতোমধ্যে ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবু মুসার লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে শাজাহান মোল্লার বিরুদ্ধে। হামলায় একাধিক বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ১ কোটি ১১ লাখ টাকায় ঘারমোড়া গরুর হাটের ইজারা পান ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবু মুসা। এদিকে ইজারায় অংশগ্রহণ করেও বাজার না পেয়ে লোকজন নিয়ে জবর দখলের চেষ্টা চালান উপজেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা।

তিনি প্রথমে আবু মুসার সঙ্গে শেয়ার দাবি করেন, এতে রাজি না হওয়ায় তাকে ২০ লক্ষ টাকা দেওয়ার জন্য বলেন। আবু মুসা টাকা না দিলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাজারে হামলা চালায়। এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জালাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মুকুল মেম্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোসলেম মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় হোমনা থানায় একটি মামলাও হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি বাজার ইজারাদার আবু মুসা জানান, চেয়ারম্যান শাহজাহান মোল্লা নিজেকে বিএনপি দাবি করলেও সে গত ১৭ বছর আওয়ামী লীগের সুবিধাবাদী ছিল। আওয়ামী লীগের সংসদ সদস্যসহ অনেক নেতার সঙ্গে তার ছবি রয়েছে। তিনি জোরপূর্বক বাজারটি দখলের চেষ্টা করছে।

এদিকে স্থানীয় লোকজন জানান, দুই গ্রুপের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা, এছাড়া চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে সরকারি খাল দখলসহ সরকারি জায়গায় দোকান ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তবে এ ঘটনায় অভিযুক্ত-ঘারমোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মোল্লা অভিযোগ অস্বীকার করে শাজাহান মোল্লা বলেন, আমি আওয়ামী লীগের আমলে একজন নির্যাতিত চেয়ারম্যান, আমি বাজারে হামলা করিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে

এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা জানান, হোমনা উপজেলা প্রশাসন ঘারমোড়া গরুর হাট  ইজারা দিয়েছে, একটি ঘটনা ঘটেছে আমরা বিষয়টি যেনেছি,  এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে  কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেন তিনি।

কেকে/এএস
 
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান
আগামীকাল জমা হবে জকসু নীতিমালা, আগামী সপ্তাহে বিশেষ সিন্ডিকেট
ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
ভূমি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিতে নাগরিকদের মতামত জানতে হবে: সিনিয়র সচিব

সর্বাধিক পঠিত

গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১
নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ গাড়ি পুড়ে ছাই

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close