বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, আওয়ামী লীগের বিচার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।
বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুরে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি আজ দিনভর রাধানগর, বুধাইরকান্দি, ধারিয়ারচর, কদমতুলিসহ একাধিক গ্রাম-ইউনিয়নে একই কর্মসূচিতে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম হতো না। বিএনপি নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সামনে নির্বাচন, আমাদের জনগণের কাছে যাওয়া উচিত।
তিনি আরো বলেন,বাঞ্ছারামপুরের মাটিতেই ক্যা. তাজ ও তার ভাগিনা জনি চেয়ারম্যানের বিচার হবে। সব আওয়ামী ফ্যাসিস্টদের বিচার হবে। কিন্তু বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।
বাঞ্ছারামপুরে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু তাতে গা না ভাসিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সবার সুখে দুঃখে থাকতে হবে।
আগামী সংসদ নির্বাচনে বিএনপির থেকে সংসদ নির্বাচন অন্যতম এই প্রাথী বলেন, রাজনীতি করি মানুষের জন্য। আমার পাশে কোনো চাঁদাবাজ, মাদক কারবারিদের দেখতে চাই না। সংখ্যায় কম হলেও স্বচ্ছ নেতাকর্মী নিয়ে আগের মতো সামনের দিনগুলো পাড়ি দিতে চাই। কারণ যাদের দেখলে মানুষ ভয় পায়। আর যাই হোক, তাদের নিয়ে রাজনীতি করা যায় না।
বৃষ্টি বিঘ্নিত বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আইনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর রহমান মাসুম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরী সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আইয়ুম, মো.শাখাওয়াত হোসেন,যুবদল নেতা আবু কালাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, যুববিষয়ক সম্পাদক মনিরুল আলমসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কেকে/এএস