ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ভূমি উন্নয়ন কর, নামজারিসহ ভূমি বিষয়ক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা ও সুবিধা-অসুবিধা বিষয়ক নানা আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, সহসভাপতি ফয়সল আহমেদ খান প্রমুখ।
কেকে/এজে