সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা প্রস্তাবনার প্রদর্শনী
ডালিয়া হালদার, ববি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:৫৭ পিএম

গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে ‘অ্যান অ্যারিনা ফর আইডিয়াস, এক্সপ্লোরেশন, অ্যান্ড ইনোভেশন’ স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে বিইউআরএস ফার্স্ট রিসার্চ কনফ্লুয়েন্স-২০২৫।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আয়োজিত এ সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করে।  

দিনব্যাপি এ সমাবেশে গবেষণা প্রস্তাবনা প্রতিযোগিতা, গবেষণা কুইজ এবং আলোচনা সেশনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন। মোট ১৩টি দল তাদের গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করে।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি তার বক্তব্যে বলেন, গবেষণার মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয় প্রকৃত জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠতে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলে মোবাইল অ্যাপভিত্তিক ওয়াশিং মেশিন স্থাপনের ঘোষণাও দেন।  

বিজ্ঞান অনুষদ বিভাগে প্রথম স্থান অর্জন করে ‘হার্নেসিং জিআইএস ফর গ্রীন স্পেস ইভোলিউশন অফ বরিশাল সিটি, বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রস্তাবনা, দ্বিতীয় স্থান পায় ‘ইমপ্রুভিং এক্সেস টু এফোরডেবল এন্ড সেইফ স্যানিলিটি প্যাডস’ শীর্ষক প্রস্তাবনা। তৃতীয় স্থান অর্জন করে দুটি প্রস্তাবনা—ফ্ল্যাক্সসিড-ড্রিভেন ওমেগা-থ্রি এনরিচমেন্ট ইন কোয়েল এগস, ইন্টেগ্রেটিং স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড জিও-কেমিক্যাল মডেলিং টু আইডেন্টিফাই গ্রাউন্ডওয়াটার কনটামিনেশন সোর্সেস।

সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদ বিভাগে প্রথম স্থান লাভ করে ‘ল্যাঙ্গুয়েজ ডেথ, আইডেন্টিটি লস, অ্যান্ড মাইনরিটি মার্জিনালাইজেশন : অ্যা সোশিও-কালচারাল অ্যানালাইসিস অব দ্য খাড়ি ল্যাঙ্গুয়েজস এনডেঞ্জারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রস্তাবনা।  

বিচারক প্যানেলে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীন, উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহিউদ্দিন সাব্বির এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ।  

বাংলাদেশ রিসার্চ সোসাইটি (বিইউআরএস) ও পিএসটিইউ রিসার্চ সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা দালিয়া।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close