শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) আবু বক্কর সিদ্দিক। মঙ্গলবার (২৭ মে) বিকালে তিনি ঘটনাস্থলে আসেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা প্রমুখ।
পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি পুলিশ প্রশাসন খুব গুরুত্ব সহকারে নিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে আমরা বিষয়টি যাচাই করছি। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গতকাল দাওধারা গারো পাহাড়ে নির্মাণাধীন পর্যটন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সফর কাভার করতে গেলে কয়েকজন স্থানীয় বিক্ষুব্ধ ব্যক্তি উপস্থিত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেন। এ ঘটনায় অন্তত ছয়জন গণমাধ্যমকর্মী আহত হন।
এ সময় স্থানীয়রা বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পর্যটন কেন্দ্রের দাবি তোলেন।
কেকে/ এএম