নোয়াখালী হাতিয়ায় অবৈধভাবে বালু মওজুদ ও পরিবেশ নষ্ট করার দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অবৈধভাবে বালু মওজুদ করে পরিবেশের ক্ষতি করায় চেয়ারম্যানঘাট এলাকার ইব্রাহীম খলিলকে এ জারিমানা করা হয়। অবৈধ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩-এর ১৫/১ ধারা মোতাবেক মোবাইল কোর্টে এ টাকা জরিমান করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, অবৈধ বালু মওজুদের খবর পেয়ে চেয়ারম্যান ঘাট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএম