বিচার, সংস্কার ও জুলাই ঘোষণা পত্রের দাবিতে নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টির পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বিকালে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে বিচার, সংস্কার ও জুলাই ঘোষণা পত্রের দাবিতে জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সকল অন্যায় দুর্নীতির বিচার, সংস্কার ও জুলাই ঘোষণা পত্রের দাবি জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার, হত্যা, গুম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আমাদের একবার সুযোগ দিন। আমরা সংসদে গিয়ে জলঢাকার কাদাপানিসহ উন্নয়নের কথা বলব।
উপজেলা এনসিপি নেতা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, সাদিয়া ফারজানা দিনা, উপজেলা নেতা মহাই মেনুর রহমান সানা ও আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে নীলফামারী জেলার অন্যান্য উপজেলা গুলোতেও পথসভা করেন সারজিস।
কেকে/ এমএস