বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ হেডম্যান চাকপাড়াস্থ পাহাড়ের জঙ্গল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি টমটমের ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) সকাল ৮টার দিকে খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো.আবু তাহের ঘটনাস্থলে যান এবং বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করে, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী দেশীয় তৈরি বন্দুকটি পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রবিবার রাত আনুমানিক ৩টার দিকে টমটম চালক আইলা মং চাকের বাড়িতে ডাকাত দলের সদস্যরা হানা দিয়ে স্বর্ণ, টাকা-পয়সাসহ দুটি টমটমের ব্যাটারি লুট করে পালানোর সময় এলাকাবাসী প্রতিরোধের চেষ্টা চালায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় নতুন চাকপাড়া সড়কের মাথায় জঙ্গলে দুটি ব্যাটারি ও একটি দেশীয় তৈরি বন্দুক ফেলে যায়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো.আবু তাহের বলেন, এলাকাবাসীর সচেতনতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি, আমি বিষয়টি পুলিশকে অবহিত করি এবং তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,এই ঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতার এবং তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেকে/ এমএস