সীমান্তবর্তী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা দিয়ের আরো ১৯ ভারতীয় নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (২৬ মে) ভোর রাতে উপজেলার তাইন্দং ইউপির আসালং সীমান্ত এলাকা দিয়ে পুশইন করা হয়।
জানা যায়, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধীনস্থ কৃষনদয়াল বিওপির টহল কমান্ডার হাবিলদার এজাজুল এর নেতৃত্বধীন টহল দল আসালং রোড নামক এলাকা থেকে তাদের আটক করেন। পুশইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন করা হয়। পরে আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজিবির হেফাজতে রাখা হয়েছে।
আটককৃতরা সবাই বাংলা ভাষায় কথা বলতে পারেন এবং বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায় তাদের ঘরবাড়ি রয়েছে বলে সূত্র জানায়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোরপূর্বক পুশইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।
জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, পুশইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবি পাহারায় রয়েছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। বাংলাদেশি হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশইন করা হয়েছে।
কেকে/এএস