হবিগঞ্জের বানিয়াচংয়ে ডাকাতিকালে যাত্রীর গাড়ি ভেবে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে আটক করে হামলা চালিয়েছে একদল ডাকাত। এ সময় ডাকাতদল ৩/৪টি গাড়ি ডাকাতি করে নেয়। এদিকে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায় বলে দাবি পুলিশের।
শনিবার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের শরীফ উদ্দিন সড়কের কুন্ডরপাড় ব্রীজ পেরিয়ে আইনজইন নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডাকাতের কবলে পড়া দুটি মিনি ট্রাক ও একটি প্রাইভেট কার গাড়িসহ ৩/৪টি গাড়ির চালক ও যাত্রীদের মারপিট করে তাদের কাছ থেকে মোবাইল ফোন,নগদ টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল।
ডাকাতদলের প্রহারে আহত এক চালক ও পুলিশের কাছ থেকে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে উল্লেখিত স্থানে ১৫/১৬ জনের একদল ডাকাত সড়কে বিদ্যুৎতিক খুঁটি ফেলে তাদের গতিরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি আটকিয়ে ডাকাতি সংঘটিত করেছিলো একদল ডাকাত। এমন সংবাদ পেয়ে ডিউটিরত কয়েকজন পুলিশ সিএনজি চালিত অটোরিকশা যোগে সেখানে গেলে ডাকাতরা যাত্রীর গাড়ি ভেবে তাদের গাড়িটিও আটক করে হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার রাতেই ঘটনাস্থলে আসেন এবং বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেল) প্রবাস কুমার সিংহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাকাতরা পুলিশের গাড়িটি যাত্রীর গাড়ি ভেবে হামলা করেছে। তবে কোনো পুলিশ আহত হয়নি। পুলিশ গাড়ি থেকে নেমে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে রাত থেকে তিনি সহ তাদের পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে রোববার দুপুর ৩টার দিকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মোস্তফা ডাকাতির বর্ণনা দিয়ে বলেন, কেউ মামলা করতে উৎসাহ বোধ করছে না। তবে মামলার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
কেকে/ এমএস