নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের ২২ ঘণ্টা পর নদী থেকে রোহান (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার পিপলা গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোহান পিপলা গ্রামের গোকুল হোসেনের ছেলে এবং পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে রোহান তার বন্ধুদের সঙ্গে পিপলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে যায়। খেলার ফাঁকে হঠাৎ সে নিখোঁজ হয়ে পড়ে। বন্ধুরা ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি।
পরে বিষয়টি জানানো হয় গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। তাদের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ডুবুরি দলকে ডাকা হয়। নদীতে কচুরিপানা ও স্রোতের কারণে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তারা মরদেহ খুঁজে পেতে ব্যর্থ হয়।
রোববার সকালে এলাকাবাসী নিজেরাই আবারো নদীতে তল্লাশি শুরু করে। সকাল ৯টার দিকে নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রোহানের মরদেহ ভেসে ওঠে।
খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহান গোকুল হোসেনের দুই সন্তানের মধ্যে ছোট ছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারকে যথাসম্ভব সহায়তা দেওয়া হবে।
কেকে/এএম