সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
জাককানইবিতে বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপিত হবে : উপাচার্য
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১১:৩৭ পিএম আপডেট: ২৪.০৫.২০২৫ ১১:৪৭ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

‘মোরা বন্ধন-হীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল’ স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ১২৬তম নজরুল জয়ন্তী আগামী (২৫ মে ২০২৫) রোববার থেকে জাঁকজমকভাবে শুরু হতে যাচ্ছে।

পুষ্পস্তবক অর্পণ, উদ্বোধনী অনুষ্ঠান, নজরুল পদক প্রদান, আলোচনা সভা, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালা-২০২৫ সহ নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

শনিবার (২৪ মে ২০২৫) নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য দফতরের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

জয়ন্তীর অনুষ্ঠানমালা প্রসঙ্গে উপাচার্য বলেন, “জয়ন্তীর প্রথমদিন উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ ফায়েজ। দ্বিতীয় দিন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নজরুল পদক’ প্রদান করবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি. আর. আবরার। এবছর নজরুল-গবেষক প্রফেসর ড. রশিদুন্ নবী ও নজরুল-সংগীত শিল্পী মো. ইয়াকুব আলী খান নজরুল পদকপ্রাপ্ত হয়েছেন।”

তিনি আরো বলেন, ‘নজরুল জয়ন্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক নজরুল বক্তৃতামালা অনুষ্ঠিত হয়। এবছর চারটি অধিবেশনে এ বক্তৃতামালা আয়োজিত হতে যাচ্ছে। প্রথম দিবসে দুটি অধিবেশন ও দ্বিতীয় দিবসে দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সব অধিবেশন পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও নজরুল অনুরাগীরা এইসব অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করবেন। প্রতিদিন সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য এবং নাটক। নজরুল জয়ন্তীকে সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সুসজ্জিত করে আলোকশয্যার ব্যবস্থা করা হয়েছে।’

নজরুল জয়ন্তীকে সফল করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, এলাকাবাসীসহ সকলের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করে জয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠানমালা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানান উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)সহ ময়মনসিংহ, ত্রিশাল এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকৃন্দ।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  জাককানইবি   বর্ণাঢ্য আয়োজন   নজরুল জয়ন্তী   উপাচার্য  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close