নির্দিষ্ট সময়ের আগে সী ট্রাক ছেড়ে যেতে বাধ্য করা, যাত্রীদের টিকেট বিক্রিতে বাধা দেওয়া, যাত্রী উঠতে ও সরকারি সী ট্রাক চলাচলে বাধা দেওয়ার ঘটনা ঘটছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়। এসব ঘটনায় সরাসরি ট্রলার মালিক সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি চেয়ারম্যানঘাট–নলচিরা রুটে চলাচলকারী এসটি শৈবাল সীট্রাকের মাস্টার ও স্টাফের উপর হামলার ঘটনায় একটি ভিডিও সোশাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসে বিষয়টি। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি সী ট্রাকের মাস্টার ও স্ট্যাফদের দিকে তেড়ে আসছেন। তারা দ্রুত সী ট্রাক ছেড়ে যেতে গাল-মন্ধ করছেন।
৫ আগষ্ট পর ইজারাদার গা ঢাকা দেওয়ায় যে যার মত করে ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করতে থাকেন। হাতিয়ায় ঘাট ও যাত্রী পারাপারের ব্যবস্থাপনা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে বিশাল এক সিন্ডিকেট তৈরি হয়। তারা ফিটনেসবিহীন ট্রলার স্পীডবোটসহ বিভিন্ন যানবাহন পরিচালনা করে আসছেন।
বর্ষা মৌসুম শুরু হলে সরকারি সী ট্রাকটি চলাচলের ব্যবস্থা করেন প্রশাসন। এতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সী ট্রাক চলাচলে বাধা দেওয়া শুরু করে এ সিন্ডিকেট। সম্প্রতি চেয়ারম্যানঘাটে সীট্রাকের যাত্রীদের টিকেট কাউন্টারটিও বন্ধ করে দেয় তারা। এ ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায় জামশেদ নামের এক ব্যক্তি টিকেট কাউন্টারে গিয়ে দায়িত্বরত ব্যক্তিদের বের করে দেয়। টেবিলের উপর রাখা টিকেটের বান্ডেল ছিঁড়ে ফেলেন। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে নৌবাহিনী চেয়ারম্যানঘাট গিয়ে একজনকে আটক করেন।
এ রুটে চলাচলকারী যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা একেএম ইদ্রিস বলেন, শীত মৌসুমে সী ট্রাক ছাড়াও অন্যান্য বাহনে নদী পার হওয়া যায়। কিন্তু বর্ষা মৌসুমে দ্বীপের সাত লাখ মানুষের নদী পারাপারের নিরাপদ ব্যবস্থা হল এ সী ট্রাক। কারণ তখন নদী উত্তাল থাকে। অন্য যানবাহন চলাচলে ঝুঁকি থাকে। যেকোনো মূল্যে আমাদেরকে সী ট্রাক চলাচল ঠিক রাখতে হবে। এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিবেন বলে আশা করছি।
এ বিষয়ে এসটি শৈবাল সী ট্রাক মাস্টার আফজাল হোসেন বলেন, সাইফুল ও তার সহযোগী আলমগীর ঘটনার দিন সী ট্রাক ছাড়ার সময় ৮ টায় থাকলেও সাড়ে ৭টায় থেকে আমাদেরকে সী ট্রাক ছেড়ে দেওয়ার জন্য গালিগালাজ শুরু করে। সী ট্রাকের রশি খুলে না দেওয়ায় স্ট্যাফকে তুলে নিয়ে যেতে হুমকি দেয়। এক পর্যায়ে তারা গালমন্দ করে আমার গায়ের দিকে তেড়ে আসে। পরে ৭ টা ৪০ মিনিটে সী ট্রাক ছেড়ে আসতে বাধ্য হই। বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি।
কেকে/এআর