রাজশাহীতে পুলিশের কাছে থেকে ছিনতাই ও চাঁদা দাবি, গ্রেফতার ১
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:২৬ পিএম

ছবি: প্রতিনিধি
রাজশাহী নগরীতে পুলিশের কাছে ছিনতাই ও চাঁদা দাবির মামলার মূলহোতা জীবনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানাধীন ললিতাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. জীবন ইসলাম (৩৪), সে নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর (বাগানপাড়া), এলাকার মো. দিরাজ আলীর ছেলে। শুক্রবার সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আসামি জীবনের বিরুদ্ধে পুলিশের কাছে ছিনতাই ও চাঁদা দাবির মামলা রয়েছে। শাহমখদুম থানার মামলা নং-৭। জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজি মামলার আসামি বলে স্বীকার করে। শুক্রবার সকালে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে শাহমখদুম থানা পুলিশ।
কেকে/এএস