ফতুল্লায় র্যাব ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুকে (৫০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২১ মে) বিকালে র্যাব-১১ এর একটি দল ফতুল্লার নয়ামাটি থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, মোফাজ্জল হোসেন চুন্নুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ও অন্য থানায় মাদক-অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। তিনি ফতুল্লার নয়ামাটি এলাকার মৃত আবু তালেব পুইক্কার ছেলে।
জানা যায়, এর আগেও তিনি র্যাব-পুলিশের হাতে বেশ কয়েকবার গ্রেফতার হয়। ২০১৫ সালের ৩ মার্চ র্যাব, ২০১৬ সালের ১৫ জুলাই ও ২০১৭ সালের ২০ এপ্রিল গ্রেফতার ফতুল্লা থানা পুলিশ। সর্বশেষ ২০১৮ সালে ২৩ সেপ্টেম্বর ও একই বছরের ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থেকে মাদক সেবন করা অবস্থায় তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
কেকে/এএম