কিছু কুচক্রী মহল জুলাই আন্দোলনের একক কৃতিত্ব নিতে চাচ্ছে অথচ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল কবির পল।
বুধবার (২১ মে) তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকায় সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আয়োজিত সোনারগাঁয়ে পানামা ফুড রেস্তোরাঁর হলরুমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচন দ্রুত দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান করেন তিনি।
এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবসহ নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলার ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস