কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে একশো লিচুর ব্যান্ডে কমসংখ্যক লিচু বিক্রির অভিযোগে দুই লিচু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।
অভিযানে দেখা যায়, বিক্রেতারা একশো লিচুর ব্যান্ডে ৯০ থেকে ৯৫টি লিচু দিচ্ছিলেন। এতে প্রতারিত হচ্ছিলেন সাধারণ ক্রেতারা। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন খোলা কাগজকে বলেন, “ভোক্তার অধিকার রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি পণ্যে পরিমাণ ও দামের স্বচ্ছতা থাকতে হবে। কেউ যেন ঠকছে এমন অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো বলেন, “এই অভিযান সাধারণ মানুষকে সচেতন করবে এবং বিক্রেতাদেরও সতর্ক থাকতে বাধ্য করবে। ন্যায্য বাজার ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
কেকে/এআর