জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে প্রাথমিকভাবে ৫০০ ছাত্রের আবাসনের জন্য আবেদন শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রাধ্যন্য পাচ্ছে।
মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে প্রাথমিকভাবে ৫০০ ছাত্রের আবেদন গ্রহণ করা হবে। এক্ষেত্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের ছাত্ররা আবেদন করতে পারবে। আবেদন চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
এ ছাড়া নিম্নোক্ত ফর্ম পূরণ করে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। https://drive.google.com/file/d/1pbTdiSUMEOEaHSEYky2DeeMrpTX079Vs/view?usp=drivesdk
এর আগে, গত বছর ডিসেম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে স্কলারশিপসহ অস্থায়ী ভিত্তিতে ৭০০ জবি শিক্ষার্থীর আবাসনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়।
কেকে/এএম