সরকার তার ঘোষিত টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (২০ মে) মাগুরা সদরের দরি মাগুর আল আমিন কমপ্লেক্সে সংগঠনের বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপজেলা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বড় বড় হত্যা মামলার আসামিরা মুক্তি পেলেও জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না। জামাতের নিবন্ধন ঝুলিয়ে রেখে সংগঠনকে ক্ষতির মুখে ফেলছে। জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে।
বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দ্রুত বিচার করতে হবে, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় আনতে হবে, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনের নির্বাচন কমিশনের প্রধানদের বিচারের আওতায় আনতে হবে। জামায়তে ইসলামীর দাওয়াত গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোবারক হোসেনের সভাপতিত্বে ড. আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ এ কে এম আলী মহসিন, টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন, চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন।
মাগুরা জেলা আমির অধ্যাপক এম বি বাকের, মাগুরা জেলার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, যশোর জেলার সহকারী সেক্রেটারি মনিরুল ইসলামসহ অন্যরা। সভায় এ অঞ্চলের ৭টি জেলার বিভিন্ন জেলা ও উপজেলার দেড় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএস