রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
জৈন্তাপুরে রাস্তা নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৩
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে সরকারি গৌপাট নিয়ে দ্বন্দ্বের জেরে এক পরিবারের ওপর হামলা চালিয়েছে শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহর লোকজন। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ।
 
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাকের আহমদ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আহতরা হলেন, লুৎফুর রহমানের স্ত্রী আছিয়া বেগম (৪৯), লুৎফুর রহমানের মেয়ে এসএসসি পরিক্ষার্থী মনিরা বেগম (১৬) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাকেরা বেগম (১৪)। এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে হেমু হাউদপাড়া গ্রামের শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহর পরিবারের সঙ্গে একটি রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলছে। বিবাদীগণ দীর্ঘদিন থেকে বাদীগণকে মারপিট করার জন্য সুযোগ খুঁজে।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাকের আহমদের বাড়িতে শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করিয়া অকাট্য ভাষায় গালিগালাজ করিলে বাদীর মা আছিয়া বেগম তাদের বাধা দিলে ছলিম উল্লাহর লোকজন তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

রাহিমের হাতে থাকা দা’র কোপে আছিয়া বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আছিয়া বেগম ও তার ২ মেয়েকে উদ্বার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ছলিম উল্লাহর সঙ্গে কথা হলে তিনি বলেন, সাকের আহমদের বাড়িতে দুই পক্ষের মহিলাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছাইদুল্লার ছেলে রাহিম মিয়া এসে আছিয়া বেগমসহ তিনজনের ওপর আক্রমণ করে।
এ বিষয়ে বাদী সাকের আহমদ বলেন, আমাদের রাস্তা নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন থেকে। সেই সুযোগে শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহর লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে আমার পরিবারের ওপর হামলা চালায়। এতে আমার মা, বোনসহ ৩ জন গুরুতর আহত হন। এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। আমার পরিবারের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বাদী পক্ষ থানায় এসে মামলা দায়ের করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close