বান্দরবানে দুর্যোগে পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংগঠন বিএনকেএস এর উদ্যোগে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মে.আবু তালেব, নেজারত ডেপুটি কালেক্টর মো.আসিফ রায়হান, সমাজসেবা কর্মকর্তা মিলটন মুহুরী,মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা সুপন চাকমা, বিশ্ব খাদ্য কর্মসূচি প্রতিষ্ঠান পক্ষে প্রোগাম এসোসিয়েট কোওমে মারমা, রাঙ্গামাটি ফিল্ড অফিস এর প্রধান সমন্বয়কারী ইলোরা দেওয়ান, বিশ্ব খাদ্য কর্মসূচি ঢাকা অফিস এর প্রোগাম এন্ড পলিসি অফিসার নিগার দিল নাহার, বিএনকেএস এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উবানু মারমাসহ সরকারী বিভিন্ন দফেতরের উর্ধতন কমকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনকেএস এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উবানু মারমা এর সঞ্চালনায় এসময় বিশ্ব খাদ্য কর্মসূচি ঢাকা অফিসের প্রোগাম এন্ড পলিসি অফিসার নিগার দিল নাহার প্রকল্পের বিভিন্ন বিষয়, সময়সীমা ও এই প্রকল্পের মাধ্যমে বান্দরবানের কি ধরনের সুযোগ-সুবিধা হবে তার বিস্তারিত বর্ণনা দেন।
জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, এই প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলা, কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা উন্নয়ন এবং বান্দরবানে টেকসই সমাধান প্রচার। প্রতিটি লক্ষ্য বিশ্ব খাদ্য কর্মসূচি এর কার্যপরিধি ও স্থানীয় উন্নয়ন লক্ষ্য অনুযায়ী তৈরি করা হয়েছে, যার মূল প্রতিপাদ্য হলো জীবন রক্ষা, সহনশীলতা গঠন এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
এ সময় তিনি আরো বলেন, প্রকল্পের নির্দিষ্ট লক্ষ্যসমূহ হলো, বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভা এবং বান্দরবান সদর ও লামা উপজেলার ৪টি ইউনিয়নে ১৫ হাজার ঝুঁকিপূর্ণ পরিবারকে যথাযথ যাচাই ও নিশ্চিতকরণের মাধ্যমে নির্বাচন করা। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে বিশ্ব খাদ্য কর্মসূচি ও বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আগাম প্রস্তুতির বিষয়ে অবহিত করা, কমিউনিটি পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া, আগাম প্রস্তুতির অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নগদবিহীন সহায়তা প্রদান।
সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে গিয়ে এই ধরণের প্রকল্প বান্দরবানে বাস্তবায়ন হলে দুর্যোগকালীন অনেক সাধারণ জনগণ উপকৃত হবে বলে মন্তব্য করে প্রকল্পের কাজ যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেজন্য প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
কেকে/ এমএস