ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অন্তর্ভুক্ত ‘আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ বিভাগের নাম পরির্তন করে ‘আল ফিকহ অ্যান্ড ল’ করার দাবি নিয়ে অবস্থান কর্মসূচী পালন করছে বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ মে) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের নীচ তলায় বিভাগের সামনে এই অবস্থান কর্মসূচী করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন শিক্ষাবর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন যাবত বিভাগের নাম পরিবর্তন এবং সিলেবাস পরিমার্জন করার দাবি জানালেও বিভাগের শিক্ষকেরা এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ইউজিসির নির্দেশনা অনুযায়ী তাদের ৩৪০০ নম্বরের আইন কোর্স পড়ানোর কথা থাকলেও আল ফিকহ বিভাগে পড়ানো হয় ২২০০ নম্বরের কোর্স। ১৩৬ ক্রেডিট পড়ানোর কথা থাকলেও তা পড়ানো হয় না। এছাড়া তীব্র সেশনজটে ভুগছেন শিক্ষার্থীরা। এসব সমস্যা নিয়ে বারবার বিভাগে দাবি জানানো হলেও কোন উন্নতি হয়নি।
এছাড়া, বার কাউন্সিল চাইলে যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের যেখানেই আইন পড়ানো হয় তার মান তদারকি করতে পারে। তাই ইবির আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন এবং সিলেবাস সংস্কার করে এলএলবি ডিগ্রির উপযোগী সিলেবাস প্রণয়ন করার দাবি জানান তারা।
পরবর্তীতে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা করে নাম পরিবর্তনের বিষয়টি আগামী দুয়েকদিনের মধ্যেই রেজুলেশন আকারে প্রশাসনের কাছে পাঠানো হবে বলে জানালে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে।
কেকে/ এমএস