শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
শতভাগ মেধা ও যোগ্যতায় পঞ্চগড়ের ১৪ তরুণের স্বপ্নজয়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৪২ এএম আপডেট: ১৭.০৫.২০২৫ ৮:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জীবনের নানা বাধা পেরিয়ে, ঘাম আর কষ্টের বিনিময়ে, পঞ্চগড়ের ১৪ জন তরুণ আজ তাদের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সংবাদটি পেলেন—বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার খবর।

তারা কেউ কৃষকের সন্তান, কেউ বা দিনমজুর, আবার কেউ রাত জাগা নৈশ্যপ্রহরীর ঘরের আলো। অথচ আজকের দিনটিতে তারা শুধুই নিয়োগপ্রাপ্ত নয়, তারা হয়ে উঠেছেন হাজারো স্বপ্নবাজ তরুণের জন্য একটি জীবন্ত অনুপ্রেরণা।

শুক্রবার ( ১৬ মে) সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে, পঞ্চগড় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা পুলিশের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি  মো. মিজানুর রহমান মুন্সী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

প্রক্রিয়াটি ছিল কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ। প্রাথমিক স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিল ১৩৩১ জন প্রার্থী। শারীরিক মাপ ও সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৬১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১৪ জন, এবং আরো ৩ জনকে রাখা হয় অপেক্ষমাণ তালিকায়।

এদিকে ফলাফল ঘোষণার সময় প্রার্থীদের চোখে ছিল আনন্দাশ্রু। কেউ বললেন—"আমার বাবা ভ্যান চালান, বাড়িতে খবর দিলে উনি কেঁদে ফেললেন।"

আরেকজন জানান—"বাঁচার একটা রাস্তা পেয়েছি। নিজে দাঁড়ালে পরিবারও দাঁড়াবে।"এ যেন শুধু একটি চাকরি নয়, বরং সমাজের প্রান্তিক শ্রেণির তরুণদের জন্য রাষ্ট্রের প্রতি আস্থার পুনঃপ্রতিষ্ঠা।

এবিষয়ে কথা হয় নতুন চাকুরি পাওয়া তরুণ আলিম উদ্দিনের সাথে। তিনি বলেন,আমি নিজের যোগ্যতা ও মেধায় চাকুরী পেলাম আজ৷ আমি দেশের জন্য কাজ করতে চাই৷ সবার কাছে দোয়া চাই আমি যে আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি৷ 

এদিক  সুস্ময় রানা নামে আরেক তরুণ বলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া৷ আমি পুলিশের চাকুরি করবো এটা অনেক স্বপ্ন ছিল৷ আজকে সেই স্বপ্ন পূরণ হলো। আমি দেশের জন্য কাজ করতে চাই৷ 

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “আপনারা এখন পুলিশ পরিবারের সদস্য। সততা, নিষ্ঠা ও দেশসেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশের মর্যাদা রক্ষায় সদা সচেষ্ট থাকতে হবে।”

এই সময় নিয়োগ বোর্ডের সদস্য, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  আনোয়ার হোসেন এবং নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জুলাই পুনর্জাগরণে কুলিয়ারচরে ‘মা সমাবেশ’
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
বৈরী আবহাওয়ায় মাছ শিকারে যেতে পারছে না জেলেরা
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close