শনিবার, ১৭ মে ২০২৫,
৩ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৭ মে ২০২৫
শিরোনাম: নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ      উড়ন্ত অবস্থায় চাকা খুলে পড়া বিমান শাহজালালে অবতরণ      ফ্যাসিবাদবিরোধীদের ঐক্যে ফাটলের চক্রান্ত আ.লীগের      মালয়েশিয়া শ্রমবাজার, সরকারের আশ্বাসেও শঙ্কা      মোহাম্মদপুরে ফের সন্ত্রাসীদের তাণ্ডব       মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে সুখবর      দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়       
গ্রামবাংলা
নালিতাবাড়ীতে আসামি পক্ষের পাকা ধান কেটে নিল বাদীপক্ষ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে একটি হত্যা মামলার আসামিরা পলাতক থাকায় তাদের পাকা বোরো ধান কেটে নিয়েছে বাদীপক্ষ।

শুক্রবার (১৬ মে) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম সমশ্চুড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের দুই ছেলে দুলাল মন্ডল (৭০) ও হেলিম মন্ডল (৪৩) এবং দুই মেয়ে হামিদা (৫৫) ও তাহমিনা (৪৫)। গত ২ এপ্রিল বুধবার সকালে ছোট ভাই হেলিম মন্ডল বোনের সীমানায় থাকা গাছ কাটতে যান। এ সময় বাক-বিতণ্ডা বাঁধলে বড় ভাই দুলাল মন্ডল ফেরাতে যান। একপর্যায়ে বড় বোন হামিদা তাকে ধাক্কা দিলে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুলাল মন্ডলের বড় ছেলে আব্দুল মান্নান বাদী হয়ে দুই ফুফুসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্তরা পালিয়ে রয়েছেন। তবে ভাই-বোনের মাঝে উস্কানি দেওয়ার অভিযোগে আশকর আলী (৬৫) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে আসামীপক্ষ পালিয়ে থাকার সুবাদে বাড়িঘরে লুটপাট ও হুমকি চালায় বাদীপক্ষ। শুক্রবার বন্ধকি রাখা জমিতে হামিদার রোপিত পাকা বোরো ধানক্ষেত কেটে নিয়ে যায় নিহত দুলাল মন্ডলের স্ত্রী-কন্যা। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য নবী হোসেন তাদের নিষেধ করলেও ওই নিষেধ উপেক্ষা করে ৭ কাঠা জমির পুরো ধান কেটে নিয়ে যায় বাদীপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে বাদীর স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে পারভীন জানান, নিহতের রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ করতে ওই জমির ধান কেটে নিচ্ছেন তারা। জমিটি ভাই-বোনের যৌথ ছিল বলেও দাবি করেন তারা।

আসামিপক্ষ হামিদার নাতি সিয়াম জানায়, সকালে তার নানির জমি থেকে বাদীপক্ষ ধান কেটে নিয়ে যায়। বাঁধা দিতে গেলে তাকেও মামলা ও গ্রেফতারের ভয় দেখায় বাদীপক্ষ।

স্থানীয় ইউপি সদস্য নবী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বাদীপক্ষকে ধান কাটতে নিষেধ করেছি।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু, অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারি
ফসলি জমিতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা, হামলায় আহত দম্পতি
মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা, একাংশের প্রত্যাখ্যান
ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইঞ্জিনিয়ারের ওপর হামলা

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে জমি নিয়ে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আহত ২
দেড়যুগ পর জন্মস্থান ডোমারে আসছেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন
চাটমোহরে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু
বিটিআরসি থেকে স্বৈরাচারের দোসরদের হটানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ
জামায়াত অফিসে বিএনপির আগুন, কোরআন পুড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close