নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামে আট বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভুষণগাছা ব্রিজ এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু রিমি একই উপজেলার বাসুদেবপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৫ মে) রিমি খাতুন তার মা বাবার সঙ্গে বাসুদেবপুর থেকে পিপরুল গ্রামে তার নানা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। পরে ওই দিন দুপুরে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে যায় রিমি।
একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজনসহ স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাতেও তাদের উদ্ধার তৎপরতা চলে। পরে শুক্রবার সকালে ভুষণগাছা ব্রিজ এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কেকে/এএস