ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারি কলেজ গেট এলাকা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে পাকেরহাট কলেজের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন ও কলেজ পর্যায়ের ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই, ছাত্রনেতার রক্ত বৃথা যেতে পারে না’ এমন নানা স্লোগানে সড়ক প্রকম্পিত করে তোলে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ শুভ, শাকিল মাহমুদ, সদস্য আশিদুল ইসলাম ও আসাদ ইসলাম, আংগারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামসুজ্জোহা প্রমুখ।
বক্তারা বলেন, শাহরিয়ার সাম্য ছিলেন ছাত্রসমাজের উজ্জ্বল প্রতিভা ও সংগ্রামী নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড শুধু ছাত্রদলের নয়, বরং গোটা ছাত্রসমাজের ওপর আঘাত। এ ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তারা আরো বলেন, আমরা নিরাপদ শিক্ষাঙ্গণ চাই, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। ভিন্নমতের কারণে যেন আর কোনো শিক্ষার্থীকে প্রাণ দিতে না হয়।
প্রতিবাদী এই কর্মসূচিতে বক্তারা ঘোষণা দেন, যদি অবিলম্বে সাম্য হত্যার বিচার না হয়, তবে উপজেলা ছাত্রদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
অবস্থানে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং সাম্যর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
কেকে/ এমএস