রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে নেওয়ার পথে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া উপজেলার বেইলিব্রীজ জুম্মারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২) তাদের শিশু সন্তান রহমত আলী (০২) এবং বড়ভাই আনোয়ারুল ইসলামের মেয়ে এসএসসি পরীক্ষার্থী আফসানা আক্তার স্নেহা (১৭)।
মর্মান্তিক এ দূর্ঘটনায় মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম সামান্য আহত হয়েছেন। তবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে আশরাফুল ইসলাম তার স্ত্রী ও শিশু সন্তানসহ এসএসসি পরীক্ষার্থী ভাতিজিকে নিয়ে মোটরসাইকেল যোগে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলিব্রীজ জুম্মারপাড় এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু এবং একজন আহত হয়।
কাউনিয়া থানার এসআই সাহানুর আলম সরকার জানান, এসএসসি পরীক্ষার্থী ভাতিজিকে কেন্দ্রে পৌঁছে দিতে স্ত্রী ও শিশু সন্তানসহ ৪ জন মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথে হাইওয়ে রোডের বেইলিব্রীজ জুম্মারপাড় এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। সুরতহাল শেষে লাশ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এআর