নাটোরের সিংড়ায় অনুমোদন বিহীন ব্যক্তিগতভাবে বিএনপি পার্টি অফিস করে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আলহাজ্ব কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
রোববার (১১ মে) সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজার থেকে আটক করে যৌথবাহিনী। এসময় দেশি লাঠি, রড উদ্ধার করে।
আলহাজ্ব কুদ্দুস আকন্দ উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি ও বিএনপি থেকে মনোনীত সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী।
আটককৃত আলহাজ্ব আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একাধিক সূত্রে জানা যায়, ৫ আগষ্টের পরে উপজেলার বামিহাল বাজারে তার নিজ বাসার নিচ তলায় অনুমোদনবিহীন ব্যক্তিগত ভাবে বিএনপির পার্টি অফিস স্থাপন করে ভূমি দখল, পুকুরে মাছ মারা, চাঁদাবাজি করে আসতেছিল। বিভিন্ন জনকে হুমকি, ধামকিসহ মারপিটের ঘটনাও ঘটায়। তার অফিসে বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, সাবেক যুগ্ন আহ্বায়ক ইউসুফ আলীসহ অনেক নেতার সাথে চায়ের আড্ডা হয়েছে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, তিনি ওই বিএনপির অফিসটি অনুমোদনবিহীন ব্যক্তিগতভাবে করেছিল। ওই বিএনপির পার্টি অফিস টি অনুমোদনকৃত নয়। তার এই সকল কার্যক্রমে স্থানীয় বিএনপি বিব্রত।
এদিকে আব্দুল কুদ্দুস বিএনপির কেউ নয় বলে জানিয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দাউদার মাহমুদ।
সোমবার বিকালে তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল কুদ্দুস এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি দখল, পুকুর দখলসহ নানা অপকর্মে জড়িত। তার সাথে বিএনপির কেনো সম্পর্ক নাই। সে ব্যক্তিগত ভাবে বিএনপির অফিস করেছিলো। যার সাথে সম্পৃক্ততা নাই।
সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
কেকে/ এমএস