নীলফামারীর কিশোরগঞ্জে কথিত সাংবাদিক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সভাপতিসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা সূত্র জানায়, যুবলীগ নেতাকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি আওলাদ। সে নিজেকে রাজধানী টিভির সাংবাদিক বলে পরিচয় দেয়।
সোমবার (১২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন শাখার সভাপতি।
সে গদা গ্রামের নজরুল ইসলামের পুত্র। অপর দিকে একই মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাড়াগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক চয়ন মিয়াকে রোববার রাতে গ্রেফতার করা হয়। সে গাড়াগ্রাম ইউনিয়নের গণেশ গ্রামের সুজা মিয়ার পুত্র।
এদিকে বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুরের ঘটনার মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি জামিনুর রহমান চৌধুরীকে রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত্যু জিল্লুর রহমানের পুত্র।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি। গ্রেফতারকৃত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএস