চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১১ মে) ভোর ৪টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন শিশু, তিনজন নারী এবং নয়জন পুরুষ রয়েছেন।
বিজিবি জানায়, রোরবার ভোর সাড়ে ৪ টার সময় সীমান্ত ইউনিয়নের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে মোহাম্মদ হাসান কাজী, মৃত মোশারফ কাজীর মেয়ে সেলিনা বেগম, হাসান কাজীর ছেলে মোহাম্মদ সালমান কাজী, মো. শাকিব কাজী, যশোর জেলার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে মো. ইউনুস আলী, বহিলাপোতা গ্রামের চান মিয়ার ছেলে মো. হোসেন আলী, শাঁখারি পোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. আজিজুর রহমান, বহিলাপোতা গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. দেলোয়ার হোসেন, কলসি গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে মোসাম্মৎ আদরী, ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. সোহেল হোসেন, চাচরা গ্রামের মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান, খুলনা জেলার মুক্তার আলী গাজীর মেয়ে নাজমা খাতুন, নোয়াখালী জেলার ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ইলিয়াস এবং খাগড়াছড়ি জেলার হাতির খোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইউসুফ নবী।
বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা ৬ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা রোববার দুপুরে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছে।
কেকে/এএম