রবিবার, ১১ মে ২০২৫,
২৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ১১ মে ২০২৫
শিরোনাম: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষ      নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম      আ. লীগ নিষিদ্ধে সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা      জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ      আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টা সময় দিলেন হাসনাত      আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না: জি এম কাদের      আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা করতেই জরুরি বৈঠক      
রাজনীতি
জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষমতার ভারসাম্য দরকার: জুনায়েদ সাকি
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষমতার ভারসাম্য দরকার বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি।

শনিবার (১০ মে) দুপুর ১২টায় বাঞ্ছারামপেুর উপজেলায় গণসংহতি আন্দোলনের উপজেলার নিজস্ব কার্যালয়ে এক কর্মী সভাবেশে জহিরুল ইসলাম রেনু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।  

সংবিধান সংস্কার নিয়ে জুনায়েদ সাকি বলেন, সংস্কারের প্রশ্নটা এবার আমাদের সামনে এসেছে। রাষ্ট্রব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে জবাবদিহি পূর্ণ করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে।

তিনি বলেন, সংস্কারের প্রস্তাব ইতোমধ্যে চলে এসেছে, ঐকমত্য কমিশন সমস্ত পক্ষগুলোর মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করতে চাচ্ছে। এছাড়াও ঐক্যগুলো জাতীয় সনদ আকারে সামনে আসবে, যেগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, তা বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই। সংবিধানসহ মৌলিক কাঠামোগত কিছু বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটি আসলে কার্যকর করা সম্ভব না ।

সাকি বলেন, আগামী সংসদ নির্বাচনটা যাতে মৌলিক সংস্কারের ম্যান্ডেট নিয়ে হয়, সেজন্য সংসদ নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে করা দরকার এবং ছয় মাসের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংবিধান সংস্কার সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী কাঠামোগতভাবে দেশকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে পারি এবং সেক্ষেত্রে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে হবে এবং জনগণের অধিকারের সুরক্ষা দিতে হবে। এই কাজটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ।

এসময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলার সমন্বয়ক শামীম শিবলী,আন্দোলনের মহিলা নেত্রী আকলিম আক্তার আখি, আব্দুল ওদুদ, সাইন আহমেদ বাবু, মোহাম্মদ শাহনে ওয়াজ মোহাম্মদ শাহনে ওয়াজ প্রমুখ।  

উপজেলা প্রধান কার্যালয়ে বক্তব্য শেষে বিকাল ৪টায় ছলিমাবাদ ইউনিয়নের ভুড়ভুড়িয়া স্থানীয় কার্যালয় উদ্ধোধন করতে গিয়ে এক কর্মীসভা করেন গণসংহতি আন্দোলনের এই নেতা।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে চরমোনাই পীরের অভিনন্দন
নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু
ফ্যাসিস্টের পতনে ভারতের মাথা খারাপ হয়েছে: শফিকুল আলম

সর্বাধিক পঠিত

জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষমতার ভারসাম্য দরকার: জুনায়েদ সাকি
নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম
আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা করতেই জরুরি বৈঠক
পোরশায় বর্গাচাষিদের ওপর দুর্বৃত্তদের হামলা, আটক ২
আওয়ামী লীগ কার্যালয় দখল করে এনসিপির অফিস

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close