গাজীপুরের কাপাসিয়ায় গণহত্যার অপরাধে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সর্বস্তুরের জনগণ ও ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এ সমাবেশে এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
শুক্রবার আসরের নামাজ শেষে উপজেলা সদরের মডেল মসজিদ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক'শ নেতাকর্মী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাস টার্মিনাল, তাজউদ্দীন আহমদ চত্বর, ডাক বাংলো পর্যন্ত যায়।
সমাবেশে উপস্থিত ছিলেন, জামায়াত সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম, হাফেজ আজিজুল ইসলাম তুষার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, অনতি বিলম্বে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।
কেকে/এআর