গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (৯ মে) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নগরীর কলেজগেট এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও পথচারীরা।
আন্দোলনকারীদের দাবী, দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও মানবতা বিরোধী অপরাধ, গনহত্যা, গুম ও সন্ত্রাসী কার্যকলাপের অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পরে রাত দশটার দিকে অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবী জানিয়ে ছাত্র-জনতা আন্দোলন সমাপ্ত করলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, রাত ৮টা থেকে শুরু হওয়া বিপ্লবী ছাত্র জনতার আন্দোলন রাত ১০টায় শেষ হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কের কোন প্রকার প্রতিবন্ধকতা নেই।
কেকে/ এমএস