ভূঞাপুরে আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার
টাঙ্গাইল (ভূঞাপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৫:৫১ পিএম

ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে ডেভিল হান্ট অপারেশনে সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার।
বৃহস্পতিবার (৮ মে) রাতে গোবিন্দাসী বাজার থেকে এই নেতাকে গ্রেফতার করা হয়।
জানা যায় আব্দুর রাজ্জাক ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও দীর্ঘদিন যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করা গাবসারা ইউনিয়নের পুলিপাড়া গ্রামের আবু তালেব মাস্টারের ছেলে। তার বর্তমান ঠিকানা গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচাজ একেএম রেজাউল করিম বলেন, মধুপুরের একটি নাশকতা মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
কেকে/ এএস