চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে এক স্বর্ণ চোরাকারবারীসহ সাড়ে ৪৮ লাখ টাকা মূল্যের ৩ টি স্বর্ণের বার উদ্ধার করেছে।
বুধবার (৭ মে) দুপুর ২ টার সময় অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণ চোরাকারবারী আলমগীর হোসেন (৪০) জীবননগর উপজেলার নব দূর্গাপুর গ্রামের ইসাহক মন্ডলের ছেলে।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবির) পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে জানান, জীবননগর বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২ টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালান। এ সময় একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আলমগীর হোসেনকে আটক করে বিজিবি। পরে আলমগীর হোসেনের শরীর তল্লাশী করে টেপ দিয়ে মড়ানো অবস্থায় ৩ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস