ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৫ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি টিনশেড ঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী। আগুনের তীব্রতায় পাশের একটি দোতলা ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাড়ির মালিক সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে একটি চক্র পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে তার সন্দেহ। তিনি আরো বলেন, রাতের আঁধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে, আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং একটি তদন্ত দল আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সহায়তার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।
কেকে/এআর