শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      
প্রিয় ক্যাম্পাস
নজরুল বিশ্ববিদ্যালয়ের জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:৩০ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ১২:৫৪ এএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। আন্দোলনে সক্রিয় থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান। এই মামলায় মোট ২১০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা।

মঙ্গলবার (৬ মে) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত তিন শিক্ষার্থী-সমাজবিজ্ঞান বিভাগের মো. আজিজুল ইসলাম (২০১৮-১৯), থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের লিমন আহমেদ (২০২০-২১) এবং আইন ও বিচার বিভাগের শরিফুল ইসলাম সংগ্রাম (২০১৯-২০)—মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেন।

সংগ্রাম বলেন, ‘আমরা তখন রাজপথে ছিলাম, গুলির মুখে আন্দোলন করেছি। অথচ আজ সেই আন্দোলনের সৈনিকদেরই আসামির তালিকায় রাখা হয়েছে, এটা চরম লজ্জার। আমি আগে ছাত্রলীগ করলেও ২০২৪ সালের ১৮ জুলাই পদত্যাগ করেছি। আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি, কারও ক্ষতি করিনি।’

মো. আজিজুল ইসলাম বলেন, ‘যিনি মামলা করেছেন, তাকে আমি চিনি না, তিনি সম্ভবত আমাকেও চেনেন না। মামলায় আমার নাম পর্যন্ত ভুল রয়েছে। ৪ আগস্ট ক্যাম্পাসে বাধা সত্ত্বেও আমরা আন্দোলনে অটল ছিলাম। আমাদের সঙ্গে কয়েকজন শিক্ষকও ছিলেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’

লিমন আহমেদ বলেন, ‘১৬ জুলাই আম্মুকে ফোন দিয়ে বলেছিলাম, আন্দোলনে যাচ্ছি—ফিরতে পারবো কিনা জানি না। তখন ছাত্রলীগের হুমকি পেয়েছিলাম, এখন ছাত্রদলের মামলা খাচ্ছি। যে ব্যক্তি মামলা করেছেন, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ মামলা রাজনৈতিক চক্রান্তের অংশ।’

এর আগে ৫ মে, ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল (দ্রুত বিচার) ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা মো. আশিকুর রহমান। বিচারক নাসিমা খাতুন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলায় ১৩০ জনের নাম উল্লেখ করে আরো ৭০-৮০ জনকে অজ্ঞাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিবুল হাসান রনিকে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট ‘হাসিনায় আস্থা’ ব্যানারে এক সশস্ত্র মহড়ার পরদিন আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ চালানো হয়। এতে অন্তত ১২ জন আহত হন এবং বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়জুড়ে এ মামলা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষক ও শিক্ষার্থীর দাবি, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হয়রানি এবং আন্দোলনের গৌরব নস্যাৎ করার অপচেষ্টা। একইদিন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আজিজুল ইসলাম উপাচার্যের কাছে মামলা প্রত্যাহারের সহযোগিতা চেয়ে আবেদন জমা দেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  জুলাইযোদ্ধা   মিথ্যা মামলা   ছাত্রদল   অভিযোগ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে সাউথইস্ট ব্যাংকের শোক
রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
মাইলস্টোনে নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
ডিইপিজেড থেকে সিঅ্যান্ডএফ কর্মকর্তাকে তুলে নিলো সন্ত্রাসীরা

সর্বাধিক পঠিত

‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল
বড়লেখা ২০ফুট লম্বা অজগরকে পিটিয়ে হত্যা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close