যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামী রোববার (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তি কার্যক্রম । এ বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষদভুক্ত ইউনিটে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
বুধবার (৩০ জুলাই) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (৩ আগস্ট) থেকে বৃহস্পতিবার (৭ আগস্ট) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদসহ মোট সাতটি অনুষধের ভর্তি কার্যক্রম চলবে।
নতুন শিক্ষার্থীদের মোট ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৮শত টাকা। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, অ্যাকাডেমিক ক্যালেন্ডার বাবদ, লাইব্রেরি ও সাংস্কৃতিক ফি, ক্লাব এবং সোশ্যাল অ্যাক্টিভিটিজ, চিকিৎসা ফি, খেলাধুলা ফি, উন্নয়ন ফি, নিরাপত্তা ফি, বিদ্যুৎ ফি, ধর্মীয় চাঁদা, পরিচ্ছন্নতা ফি, পরিবহণ ফি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ ফি, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সেবা, স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট, জরুরি সহায়তা ফান্ড, ছাত্র কল্যাণ ফি ও রাজস্ব খাত যা অফিস চলাকালীন সময়ে ব্যাংকে সরাসরি অথবা অনলাইনে পেমেন্ট করা যাবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির জন্য গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, অনলাইনে পূরণ করা ভর্তি ফরমের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
কেকে/এআর