গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকের ঘাড়ে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে সহসভাপতি বাদশার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত ৩টার দিকে শিক্ষা সমাপনী অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিজয় দিবস হলে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকের ঘাড়ে কামড় দেন সহসভাপতি বাদশা।
এ বিষয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক শফিক বলেন, দুই বিভাগের মধ্যে মারামারি থামানোর চেষ্টা করছিলাম। আমি তাকে নিষেধ করি বিজয় হলের গেট পেরিয়ে ভেতরে না ঢুকতে। তখন তিনি পেছন দিক থেকে এসে আমার ঘাড়ে কামড় দেন।
অপরদিকে সহসভাপতি বাদশা বলেন, তারা কয়েকজন মিলে আমাকে ঘিরে ধরে মারধর করে। আমি কেবল নিজেকে রক্ষা করার চেষ্টা করেছি। সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে আমাকে কীভাবে মারধর করা হয়েছে।
কেকে/এএম