সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
পবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার নেতৃত্বে ড. সগিরুল
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রতিশ্রুতিশীল কৃষি বিজ্ঞানী ড. মো. সগিরুল ইসলাম মজুমদার। 

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মো. সগিরুল ইসলাম মজুমদার এ দায়িত্ব পালন করবেন এবং তিনি পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে বলেও আদেশে উল্লেখ করা হয়।

পবিপ্রবির তরুণ মেধাবী শিক্ষক ডক্টর মো. সগিরুল ইসলাম মজুমদার এই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় ব্যাচের ছাত্র। তিনি জাপান সরকারের মর্যাদাপূর্ণ মনবুশো বৃত্তি নিয়ে কৃতিত্বের সাথে এমএস এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন। 

তিনি পারিবারিকভাবে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পবিপ্রবি শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক পদে থাকার কারণে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর শুধু পবিপ্রবি নয় অনন্য বিশ্ববিদ্যালয়েও নিয়োগ বঞ্চিত হন। অবশেষে দীর্ঘ ফ্যাসিস্ট সময়ের নিয়োগ বৈষম্যের অবসানের মাধ্যমে গত ৩০ জুন পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হন। 

ডক্টর মো. সগিরুল ইসলাম মজুমদার বর্তমানে পবিপ্রবির জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সদস্য ছাড়াও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর প্রকাশিত “জিয়া সমগ্র” গ্রন্থের সম্পাদনা পরিষদের সদস্য। 

ড. মো. সগিরুল ইসলাম মজুমদার একজন অগ্রসরচিন্তক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত শিক্ষাবিদ। তরুণদের জীবনগঠনে দিকনির্দেশনা দেওয়া, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে সহযোগিতা করা, মানসিক উৎকর্ষ এবং ক্যারিয়ার প্ল্যানিংয়ের মতো বিষয়ে তার আগ্রহ ও দক্ষতা রয়েছে বলেই মনে করেন সহকর্মীরা।

পবিপ্রবির গ্রাজুয়েটকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের নেতৃত্বে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় শিক্ষার্থীদের মনোজগতে নতুন আশা ও আস্থার আলো জ্বালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে। তরুণ এই বিজ্ঞানীর হাত ধরে ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখায় নতুন উদ্যম ও গতি সঞ্চার হবে—এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close