সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (২৬ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান আজহারী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ ছাত্রদলের নেতাকর্মী ও মুসুল্লিবৃন্দ।
উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, ‘বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ আছেন। নির্যাতনের মধ্য দিয়ে বিগত ১৬ বছর কাটিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র ইতিহাসের একজন পরীক্ষিত নেত্রী ৷ এখনো বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থতা লাভ করুন এবং এই জাতির জন্য আরো কিছু কাজ করার সুযোগ পাক। জাতির জন্য করার মতো এখনো অনেক কিছু বাকি রয়েছে। তিনি যতদিন বেঁচে থাকেন ততদিন যেন এই জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন।
কেকে/বি