“মেধাচর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে।” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে এমন মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ১০ টায় এ প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
প্রবেশিকা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা মেধাচর্চা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও যুগোপযোগী জ্ঞানচর্চা, মানবজাতির কল্যাণে শিক্ষার্থীদের দ্বায়িত্ব এবং পাশাপাশি নৈতিকতা চর্চার কথা উল্লেখ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছো তোমরা মেধাবী মানুষ। তোমাদের মেধা চর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত হতে হবে। এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা নৈতিকভাবে আলোকিত মানুষ গড়তে চাই। তিনি বলেন, আমাদের ছাত্র-জনতা তাদের জীবন দিয়ে দেশের অন্যায়ের বিরুদ্ধে দাড়িয়েছে এবং তারা দেখিয়েছে যে- তারা স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়।
তিনি আরও বলেন, 'আজ থেকে তোমাদের নতুন অধ্যায় শুরু হলো। এই অধ্যায়ের সফল সমাপ্তি তোমাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সকলের জন্য রয়েছে অপার সম্ভাবনার হাতছানি। তোমরা উন্মোচন করবে নতুন দিগন্ত, যেখানে তোমরা শিক্ষা, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে আত্মউন্নয়ন করবে। পাশাপাশি তোমরা সকলে মিলে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নৈতিকতার চেতনাও অর্জন করবে। আমাদের এই বিশ্ববিদ্যালয় অঙ্গনে উচ্চশিক্ষার সবটুকু আয়োজন তোমাদের জন্য সুনিশ্চিত করা হবে। এখানে তোমার আত্ম-উন্নয়নের অবারিত সুযোগ রয়েছে। সকল সম্ভাবনা ও সুযোগ কাজে লাগানোর জন্য বিশ্ববিদ্যালয় এক বিরাট মঞ্চ। এই মঞ্চের কুশীলব হিসেবে এর যথোপযুক্ত ব্যবহার করে নিজেকে দেশের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারো।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।
স্বাগত বক্তব্য রাখেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন। প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলাবিধি তুলে ধরেন এবং যৌন হয়রানি-সংক্রান্ত অভিযোগ কমিটির সভাপতি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা সংশ্লিষ্ট বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন।
এ ছাড়া অনুষ্ঠানে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন। প্রবেশিকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন।
কেকে/লআ