আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা শেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে, দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্টিত হয়।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর শহরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার অপর নাম, আপোষহীন সংগ্রাম’ সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক তাবারক হাসান হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম ও সাদেকুজ্জামান হীরা সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামাদল ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিল ।
মিছিলটি দেবীগঞ্জে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবীগঞ্জ বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়।
কেকে/এআর