গাজীপুরের শ্রীপুরে চলমান এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে যাওয়া দুই যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. রানা মোল্লা ও মো. হাইয়ূল ইসলাম নামে দুইজন আটক হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ খোলা কাগজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাদেরকে সনাক্ত করা হয়েছে। পাবলিক পরীক্ষায় অসদাচরণের অভিযোগে অভিযুক্ত দুইজনকে আটক করে শ্রীপুর থানা পুলিশ হস্তান্তর করা হয়েছে। জৈনাবাজার আদর্শ কারিগরি বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদ্বয় মো. জুনায়েদ ও মো. মামুন এর পরিবর্তে মো. রানা মোল্লা ও মো. হাইয়ূল ইসলাম পরীক্ষা দিতে আসছিল।’
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল খোলা কাগজকে জানান, ‘আটককৃত দুজনকে থানায় আনা হয়েছে। পরীক্ষার কেন্দ্র সচিব এখনো আসেনি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব শাহানা পারভীন বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে দুই শিক্ষার্থীকে আমরা শনাক্ত করতে পেরেছি। স্কেন করে তাদের ছবি রেজিষ্ট্রেশন এবং প্রবেশ পত্রে বসিয়ে দেয়ায় তাদের দুই জনকে সহজে ভুয়া পরীক্ষার্থী বলে শনাক্ত করতে পারিনি। কক্ষ পরিদর্শকের বিচক্ষণতায় তাদের চিহ্নিত করতে সক্ষম হয়েছি।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চলমান এসএসসি (ভোকেশনাল) ট্রেড-২ বিষয়ের পরীক্ষা চলছিলো। পরীক্ষা চলাকালীন সময়ে গোপন তথ্যের মাধ্য্যমে কেন্দ্র পরিদর্শক অনুসন্ধান করে দুই জন ভুয়া পরিক্ষার্থী চিহ্নিত করে। বিষয়টি জানার সাথে সাথে আমি কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
কেকে/ এমএস