‘হাটহাজারী থানা ছাড়বো না, হালদা থানায় যাব না’ এই স্লোগানকে সামনে রেখে তোর মাদ্রাসার ১০ নং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপজেলা চত্বরে এক মানববন্ধন মিলিত হন।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১ টায় হাটহাজারী শহিদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য হাটহাজারী উপজেলার ৫ ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে হালদা থানা। এলাকাগুলো হচ্ছে, ১০ নং উত্তর মাদার্শা, ১২ নং চিকনদন্ডী, ১৩ নং দক্ষিণ মাদার্শা, ১৪ নং শিকারপুর, ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন।
মানববন্ধনে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শহিদুল ইসলাম বলেন, নবগঠিত থানায় অন্তর্ভুক্ত ইউনিয়ন কিন্তু বিপুল জনসংখ্যার উত্তর মাদার্শা’র সার্বিক জননিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বিধায় আমরা ১০নং উত্তর মাদার্শাহাটহাজারী মডেল থানায় থাকতে চাই। আমরা হাটহাজারী থানা ছাড়বো না, ‘হালদা থানায় যাবো না।’
পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। জনগণের দুর্ভোগের কথা তুলে ধরেন।
কেকে/ এমএস