গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী উপকারভোগীদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১৫ ইউনিয়নে মোট ২৫ হাজার ৯৭৮ জন উপকারভোগী এ কর্মসূচির সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, বেলকা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহানুর রহমান, ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, বেলকা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওহেদুজ্জামান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আইয়ুব আলী প্রমুখ।
কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী সুবিধাভোগী প্রতি কেজি চাল ১৫ টাকা দরে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে উপজেলার হতদরিদ্র মানুষদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। এ কর্মসূচি সরকারের একটি মানবিক উদ্যোগ। যাতে প্রকৃত সুবিধাভোগীরা যাতে সুফল পান তা নিশ্চিত করতে আমরা তদারকি করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, ‘এ ধরনের কর্মসূচি দরিদ্র ও সহায়তার প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিত করছি যে চাল সঠিকভাবে উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে এবং কেউ যাতে বঞ্চিত না হয়, তা খতিয়ে দেখছি।’
উল্লেখ্য, বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় কেন্দ্রে এ কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স সাত ভাই ট্রেডার্স।
কেকে/এএস