নীলফামারীর ডোমারে ৫০ বোতল ফেনসিডিলসহ আশিকুর রহমান (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ড চিকনমাটি কুলিপাড়ার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশিকুর রহমান একই এলাকার মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই গনেণ চন্দ্র রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে চিকনমাটি কুলি পাড়ার নিজ বাড়ী থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন থেকে মাদক কারবারির সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম ফেনসিডিলসহ মাদক কারবারি আশিকুর রহমানের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি জানিয়েছেন।
কেকে/ এমএস