সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
জাতীয়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:৫২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আঞ্চলিক বিক্রয় বিভাগ জয়দেবপুর, জোবিঅ-টংগী আওতাধীন ভাদার্ত্তী, কালীগঞ্জ, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে, আনুমানিক দুই হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ফলে আনুমানিক আড়াই হাজার ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন মোতাবেক কালিগঞ্জ ডিআরএস হতে রুপগঞ্জের বেলদী মোড় পর্যন্ত   ৪"x৫০ পিএসআইজি সাত কিলোমিটার দীর্ঘ বিতরণ লাইন কর্তন করে ক্যাপ করা হয়েছে। এছাড়া, জোবিঅ- জয়দেবপুরের আওতাধীন দক্ষিন সালনা, বটতলা রোড, গাজীপুর এলাকায় অননুমোদিত চুলার জন্য বিচ্ছিন্নকরণ এবং স্থায়ী বিচ্ছিন্নযোগ্য গ্রাহক ও অবৈধ সংযোগ কিলিংয়ের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট বিহীন বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 

ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ


অভিযানে, অতিরিক্ত চুলার কারণে একটি রাইজারের একটি দ্বিমুখী অতিরিক্ত চুলাসহ অবৈধ সংযোগের কারণে পাঁচটি রাইজারের ৪৪টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও, আঞ্চলিক রাজস্ব শাখা-ময়মনসিংহ ও শেরপুরের বিশেষ অভিযানে বকেয়ার জন্য তিনটি আবাসিকের পাঁচটি ডাবল চুলাসহ অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় একটি আবাসিকের তিনটি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে জোবিঅ- বন্দর আওতাধীন মদনপুর বাসস্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ এলাকার দুইটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২.৩ কিলোমিটার বিতরণ লাইনের তিনটি রেস্টুরেন্ট ও পাঁচশটি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্নসহ ৮২০ ফুট লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময় সর্বমোট এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ


এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে নারায়ণগঞ্জ আওতাধীন সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার চারটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। 

অভিযানে, মোল্লা এন্টারপ্রাইজ নামের কয়েল কারখানা সম্পূর্ণ অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে বিচ্ছিন্ন করতে কিলিং করা হয়। মালিকপক্ষ না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি। তবে ম্যাজিস্ট্রেট অস্থায়ীভাবে বন্ধ রাখতে নির্দেশ দেন। 

এছাড়া, একটি অবৈধ আবাসিক লাইনের উৎস পয়েন্ট কিলিং করা হয়। এ লাইন থেকে ১৩টি ডাবল চুলা ব্যবহৃত হচ্ছিলো। জরিমানা হিসেবে দশ হাজার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এসময় তিনটি মটর ও প্রায় তিনশ ফুট হুজ পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  অবৈধ গ্যাস সংযোগ   তিতাস গ্যাস   সাঁড়াশি অভিযান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close