তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আঞ্চলিক বিক্রয় বিভাগ জয়দেবপুর, জোবিঅ-টংগী আওতাধীন ভাদার্ত্তী, কালীগঞ্জ, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে, আনুমানিক দুই হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ফলে আনুমানিক আড়াই হাজার ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন মোতাবেক কালিগঞ্জ ডিআরএস হতে রুপগঞ্জের বেলদী মোড় পর্যন্ত ৪"x৫০ পিএসআইজি সাত কিলোমিটার দীর্ঘ বিতরণ লাইন কর্তন করে ক্যাপ করা হয়েছে। এছাড়া, জোবিঅ- জয়দেবপুরের আওতাধীন দক্ষিন সালনা, বটতলা রোড, গাজীপুর এলাকায় অননুমোদিত চুলার জন্য বিচ্ছিন্নকরণ এবং স্থায়ী বিচ্ছিন্নযোগ্য গ্রাহক ও অবৈধ সংযোগ কিলিংয়ের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট বিহীন বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
ছবি: খোলা কাগজ
অভিযানে, অতিরিক্ত চুলার কারণে একটি রাইজারের একটি দ্বিমুখী অতিরিক্ত চুলাসহ অবৈধ সংযোগের কারণে পাঁচটি রাইজারের ৪৪টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও, আঞ্চলিক রাজস্ব শাখা-ময়মনসিংহ ও শেরপুরের বিশেষ অভিযানে বকেয়ার জন্য তিনটি আবাসিকের পাঁচটি ডাবল চুলাসহ অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় একটি আবাসিকের তিনটি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে জোবিঅ- বন্দর আওতাধীন মদনপুর বাসস্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ এলাকার দুইটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২.৩ কিলোমিটার বিতরণ লাইনের তিনটি রেস্টুরেন্ট ও পাঁচশটি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্নসহ ৮২০ ফুট লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময় সর্বমোট এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ছবি: খোলা কাগজ
এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে নারায়ণগঞ্জ আওতাধীন সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার চারটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে, মোল্লা এন্টারপ্রাইজ নামের কয়েল কারখানা সম্পূর্ণ অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে বিচ্ছিন্ন করতে কিলিং করা হয়। মালিকপক্ষ না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি। তবে ম্যাজিস্ট্রেট অস্থায়ীভাবে বন্ধ রাখতে নির্দেশ দেন।
এছাড়া, একটি অবৈধ আবাসিক লাইনের উৎস পয়েন্ট কিলিং করা হয়। এ লাইন থেকে ১৩টি ডাবল চুলা ব্যবহৃত হচ্ছিলো। জরিমানা হিসেবে দশ হাজার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এসময় তিনটি মটর ও প্রায় তিনশ ফুট হুজ পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে।