নারায়ণগঞ্জ শহরের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ মে ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া পাঁচজনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সায়মন ও সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো, রাসেল ও হাসান। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় হকার নেতা আসাদ ও মহসিনকে খালাস দেয়া হয়। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসান পলাতক রয়েছে।
হকার নেতা আসাদ হকার সংগ্রাম পরিষদ নামের সংগঠনের আহ্বায়ক। নগরীতে সে পলাতক সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠজন বলে পরিচিত। নারায়ণগঞ্জ আদালতের পিপি আবুল কালাম আজাদ জাকির জানান, হকার জুবায়ের হত্যা মামলায় ১৬ জন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনের মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
মামলার বাদী নিহতের মা মুক্তা ও বাবা আমজাদ হোসেন জানান, ছেলে হত্যার মামলার রায়ে তারা সন্তুষ্ট। দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়ার সাধু পোলের গির্জার সামনে অবৈধভাবে দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জুবায়েরকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
কেকে/এএস