লন্ডনে প্রায় ৪ মাসের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার পথে রওনা হয়েছেন।
সোমবার (৫ মে) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদা জিয়া কিছুক্ষণ আগে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে রওনা হয়েছেন।
তিনি আরো জানান, স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন।
দলের সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ, ব্যক্তিগত চিকিৎসকসহ মোট ৯ জন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, নেত্রীকে স্বাগত জানাতে গিয়ে কেউ যেন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। তিনি বলেন, সড়কে যানজট বা জনদুর্ভোগ যেন না হয়, সেজন্য নেতাকর্মীরা ফুটপাত ও রাস্তার পাশে শৃঙ্খলার সঙ্গে অবস্থান করবেন।
কেকে/এএম